Determiner and Modifier
Table of contents:
♦ Determiner
♦ Words of determiner
♦ Types of determiner
♦ Modifier
♦ Pure adjectives
♦ Noun adjectives
♦ Verbal adjectives
♦ Adverbial particles
♦ Prepositional groups
♦ Compounded clause items
Determiner and modifier এর ব্যাখ্যা খুব কাছাকাছি। নিচে Determiner and modifier ডিটেইল আলোচনা তুলে ধরা হল।
Determiner
যে সব Word দ্বারা কোন ব্যক্তি, বস্তু বা জিনিস ও স্থানকে নির্দেস করে তাকে Determiner বলে। যেমন:
The boy who came here is my brother.
I want a mango.
I want the mango she has bought.
All men are mortal.
Take any one you like.
উপরোক্ত বাক্যগুলোতে ব্যবহৃত চিহিৃত Word গুলো তাদের পরবর্তী Noun Group কে নির্দেশ করেছে। কোনটি বিশেষভাবে(Specifically); আবার কোনটি সাধারণভাবে(Generally)।
এই Word গুলোই Determiner.
নিম্নলিখিত Word গুলো Determiner এর অন্তর্ভূক্ত:
• Articles: a, an, the
• Demonstratives: this, that, these, those
• Possessives: my, your, our, his, her, their, its, Rahim’s etc.
• Numerals: two, three, four, five etc.
• Quantifiers: all, any, both, some, no, every, either, neither, few, little, many, much, another, enough, several etc.
Types of determiner:
Determiner প্রধানত দুই উপায়ে কাজ করে:
1. Specifying determiner
Specific reference সৃষ্টি করে এমন Determiner বা Specific determiner হলো:
the | those | her |
---|---|---|
this | my | its |
that | your | our |
these | his | their |
2. Generalizing determiner:
General reference সৃষ্টি করে এমন Determiner বা General determiner হলো:
a | either | most |
---|---|---|
all | enough | much |
an | every | neither |
another | few | no |
any | little | other |
both | many | several |
each | more | some |
Modifier
Modifier হলো একটি Word বা Phrase বা Clause যা একটি বাক্যে অন্য Words কে modify করে।
একটি বাক্যের গঠণ নিয়ে আলোচনা করলে বিষয়টি পরিষ্কার হবে।
যেমন: The very small boy sitting there is my brother.
এখানে-
The = determiner
Very = Pre-modifier
Small = Modifier
Boy = Headword
Sitting there = Post modifier
মূলত Determiner হলো Headword এর Modifier. তবে এটিকে বাদ দিলে নিম্নলিখিত Word গুলোকে Modifier হিসেবে ধরা হয়:
Noun এর modifier সূমহ:
• Pure adjectives
• Noun adjectives
• Verbal adjectives
-Present participle
-Past participle
• Adverbial particles
• Prepositional groups
• Compounded clause items
Pure adjectives:
Nice, Beautiful, Good, Bad, Strange, Fat, Tall, Black, White ইত্যাদি।
Noun adjectives:
Noun adjectives বলা হয় সেই সব Noun কে যেগুলো বিশেষ Context-এ adjectives হিসেবে ব্যবহৃত হয়। যেমন:
a color television
a hockey stick
a paper boat
এখানে Television টি কেমন? উত্তর: Color Television. অর্থাৎ যে Word noun-এর অর্থকে সীমিত বা চিহিৃত করে দেয় তাকে বলে Adjective.
Verbal adjectives:
“Verb + ing” এবং verb-এর past participle যদি auxiliary verb বিহীনভাবে ব্যবহৃত, তাহলে তা modifier-এর কাজ করতে পারে। যেমন:
a sleeping dog(ঘুমন্ত কুকুর).
a barking dog seldom bites(ডেকো কুকুর কামড়ায় কম।).
the marauding army of—
the defeated soldiers
corrugated iron
the forbidden tree
Adverbial particle:
Adverbial particle হলো সেই সব word যেগুলো adverb এবং preposition উভয় part of speech-এর কাজ করতে পারে। যেমন: Up, Down, Out ইত্যাদি। এই word গুলোও Noun-এর modifier হিসেবে ব্যবহৃত হতে পারে। যেমন:
the up train
the down train
the then minister (তৎকালীন মন্ত্রী)
the above word
Prepositional particles:
একাধিক prepositional words গুচ্ছবদ্ধভাবে noun-এর modifier হিসেবে ব্যবহৃত হতে পারে। যেমন:
an out-of-date fashion
an up-to-date edition
a not-for-profit organization
Compounded clause items:
কখনো কখনো একটি পুরো clause কে compound-এ রূপান্তর করে তাকে noun-এর modifier হিসেবে ব্যবহার করার প্রয়োজন হয়। যেমন:
He has an I-don’t-know problem; if you ask him any question, he will say, ‘I don’t know.’
On first-come-first-serve basis
A dress-as-you-like event.
A pay-as-you-earn policy.
He has an “I’m-important” disease; he always himself to be the most important man in the society.