Number: Grammar-এ যে কোন ব্যক্তি, বস্তু বা প্রাণীর সংখ্যাকে Number বলে। বাংলায় একে বলে বচন।
উদাহরণ: Boy মানে বালক। স্বাভাবিকভাবে Boy বলতে একটি বালককে বুঝি। কিন্তু Boy এর সঙ্গে S যুক্ত করে উক্ত Word এর আধিক্য বুঝাতে পারি।
Types: ইংরজিতে Number দুই প্রকার: যথা-
১. Singular Number (একবচন)
২. Plural Number (বহুবচন)
Singular Number: যে Noun দিয়ে একটিমাত্র ব্যক্তি, বস্তু, স্থান, ধারণা ইত্যাদি বুঝায় তাকে বলে Singular Number.
Example: Rahim, Dhaka, Condition, Pen, Star etc.
Plural Number: যে Noun দিয়ে দুই বা ততোধিক ব্যক্তি, বস্তু, স্থান, কর্ম ইত্যাদিকে বুঝায় তাকে Plural number বলে।
Example: Cows, Conditions, Pens, Stars etc.
Formation of Plural Numbers:
Singular number বা Noun কে Plural number বা Noun এ পরিণত করার জন্য আমরা সাধারণত Singular noun-এর সাথে s/es যুক্ত করি। কিন্তু
সব Noun-এর ক্ষেত্রে এই গৎ-বাঁধা নিয়ম খাঁটে না। এজন্য আমরা ধাপে ধাপে Singular number থেকে Plural number গঠণের নিয়মগুলো শিখব।
Rule-01: Singular Noun + S = Plural Number
Example:
Singular | Plural |
---|---|
ant | ants |
boy | boys |
toy | toys |
bat | bats |
bag | bags |
cats | cats ইত্যাদি |
Rule-02: Noun-এর শেষে s, ss, sh, ch (চ-এর মত উচ্চারিত হলে), x, বা z থাকলে তাকে Plural করতে হলে তার সাথে es যোগ করতে হয়। অর্থাৎ
Singular Noun + s/ ss/ sh/ ch/ x/ z = Plural Number
Example:
Singular | Plural |
---|---|
ass | asses |
bus | buses |
loss | losses |
bench | bushes |
box | boxes |
fox | foxes |
fez | fezes |
লক্ষ্য করি, bench-এর Plural হয়েছে benches, কারণ এখানে ch-এর উচ্চারণ “চ”-এর মত। কিন্তু এখানে ch-এর উচ্চারণ “ক”-এর মত হলে তখন Singular Noun-কে Plural Number করতে হলে তার সাথে শুধু s যোগ করতে হয়।
Example:
Singular | Plural |
---|---|
monarch | monarchs |
stomach | stomachs |
Rule-03: Noun-এর শেষে f বা fe থাকলে তাকে Plural করার সময় f বা fe উঠিয়ে দিয়ে ঐ স্থানে ves বসাতে হয়। অর্থাৎ f/ fe ⇒ ves যেমন:
Singular | Plural |
---|---|
calf | monarchs |
half | stomachs |
knife | knives |
wife | wives |
leaf | leaves |
life | lives |
loaf | loaves |
self | selves |
shelf | shelves |
sheaf | sheaves |
thief | thieves |
wolf | wolves |
কিন্তু Noun-এর শেষে যদি ief, off, oof, ulf, erf, rife, arf, iff, urf, afe ইত্যাদি থাকলে শুধু s যোগ হয় (এক্ষেত্রে ves ব্যবহৃত হয় না) যেমন:
Singular | Plural |
---|---|
chief | chiefs |
grief | griefs |
scoff | scoffs |
hoof | hoofs |
roof | roofs |
proof | proofs |
gulf | gulfs |
serf | serfs |
strife | strifes |
cliff | cliffs |
dwarf | dwarfs |
turf | turfs |
scarf | scarfs |
safe | safes |
Note: নিচের Noun-গুলোর plural দুভাবেই হতে পারে:
Singular | Plural |
---|---|
hoof | hoofs/hooves |
scarf | scarfs/searves |
wharf | wharfs/wharves |
Rule-04: Noun এর শেষে y থাকলে এবং তার আগে consonant থাকলে তাকে plural করতে হলে y পরিবর্তিত হয়ে i এবং তার শেষে es যোগ করতে হয়। অর্থাৎ
—-consonant + y = — consonant without y + ies যেমন:
Singular | Plural |
---|---|
army | armies |
baby | babies |
city | cities |
fly | flies |
spy | spies |
lady | ladies |
duty | duties |
pony | ponies |
লক্ষ্য করি, উপরের সবগুলো singular noun এর শেষে y ছিল এবং তার ঠিক আগের অক্ষরটি ছিল একটি consonant. কিন্তু যদি y-এর আগে consonant না থেকে কোন Vowel থাকত তাকে Plural করতে হলে শুধু s যোগ করতে হত। যেমন:
Singular | Plural |
---|---|
boy | boys |
key | keys |
monkey | monkeys |
toy | toys |
day | days |
play | plays |
ray | rays |
ways | ways |
Rule-05: Noun এর শেষে o থাকলে এবং o-এর আগে consonant থাকলে তাকে plural করতে হলে তার সাথে es যোগ করতে হয়। অর্থাৎ
—–consonant + o + es = plural যেমন:
Singular | Plural |
---|---|
baffalo | baffaloes |
cargo | cargoes |
echo | echoes |
hero | heroes |
mango | mangoes |
potato | potatoes |
motto | mottoes |
negroes | negroes |
tonado | tornadoes |
volcano | volcanoes |
লক্ষ করি, উপরের প্রতিটি noun-এর শেষ অক্ষর ছিল o এবং তার ঠিক আগের অক্ষরটি ছিল consonant. কিন্তু o-এর আগে consonant না থেকে যদি vowel থাকত তাহলে noun-এর শেষে শুধু s যোগ হত (es নয়)। যেমন:
Singular | Plural |
---|---|
bamboo | bamboos |
cuckoo | cuckoos |
folio | folios |
studio | studios |
curio | curios |
Note-2: Rule-05 এর কয়েকটি ব্যতিক্রম দেখ:
Singular | Plural |
---|---|
piano | pianos |
canto | cantos |
photo | photos |
halo | halos |
Note-03: নিচের noun-গুলোকে প্রদর্শিত উভয়ভাবেই Plural-এ পরিণত করা যায়। যেমন:
Singular | Plural |
---|---|
calico | calicos/calicoes |
mosquito | mosquitos/mosquitoes |
grotto | grottos/grottoes |
porticp | porticos/porticoes |
Rule-6: কিছু কিছু Noun আছে যাদের মধ্যকার Vowel পরিবর্তণ করে Plural করা হয়, s/es যোগ করা হয় না। যেমন:
Singular | Plural |
---|---|
man | men |
woman | women |
foot | feet |
louse | mice |
tooth | teeth |
goose | geese |
লক্ষ্য করি, louse থেকে lice এবং mouse থেকে mice হয়েছে। এখানে শুধু Vowel-ই পরিবর্তত হয়নি, Consonant-ও পরিবর্তত হয়েছে। অর্থাৎ s-পরিবর্তিত হয়েছে c-তে।
Rule-7: কিছু কিছু Noun আছে যাদেরকে Plural-এ পরিণত করার সময় তাদের শেষে en বা ne যোগ করতে হয়। যেমন:
Singular | Plural |
---|---|
ox | oxen |
child | children |
cow | kine (or cows) |
Rule-8: কতকগুলো Compound noun (একের অধিক word-এর সমষ্টি দিয়ে গঠিত noun)-এর প্রধান শব্দটির শেষে s যুক্ত করে plural গঠণ করতে হয়। যেমন:
Singular | Plural |
---|---|
brother-in-law | brothers-in-law |
Commander-in-law | Commanders-in-law |
Court-Martial | Courts-Martial |
step-brother | step-brothers |
man-of-war | men-on-war |
looker-on | lookers-on |
passer-by | passers-by |
maid-servant | maid-servants |
লক্ষ্য করি, উপরের Compound noun-গুলোর প্রত্যেকেরই দুটি অংশ। তার মধ্যে প্রধান অংশটির সাথে s যুক্ত হয়েছে। কিন্তু
কতগুলো Compound noun-এর উভয় অংশকেই Plural করতে হয়। যেমন:
Singular | Plural |
---|---|
man-servant | men-servants |
woman-servant | women-servants |
Lord-Justice | Lords-Justices |
Rule-9: Compound noun এর শেষে man থাকলে এবং ঐ man এর দ্বারা “মানুষ” বুঝালে man এর স্থলে men বসিয়ে Plural করতে হয়। যেমন:
Singular | Plural |
---|---|
yes-man | yes-men |
Englishman | Englishmen |
sportsman | sportsmen |
gatesman | gatesmen |
coachman | coachmen |
washerman | washermen |
fisherman | fishermen |
লক্ষ্য করি, উপরের প্রতিটি শব্দের শেষের man অংশটুকু দিয়ে “মানুষ” বুঝাচ্ছে। কিন্তু
শব্দের শেষে man দ্বারা ”মানুষ” না বুঝালে তখন শব্দের শেষে s যোগ করে plural করতে হয়। যেমন:
Singular | Plural |
---|---|
German | Germans |
Mussalman | Mussalmans |
Norman | Normans |
Brahman | Brahmans |
Rule-10: Compound word এর শেষে ful থাকলে শব্দের শেষে s যোগ করে plural করতে হয়। যেমন:
Singular | Plural |
---|---|
handful | handfuls |
spoonful | spoonfuls |
mouthful | mouthfuls |
basketful | basketfuls |
Note-04: handful = hand + full. এভাবে full যখন অন্য word এর অংশ হিসেবে কাজ করে তখন তার শেষের l-থাকে না।
Rule-11: কতগুলো Compound Noun-এর শেষে s/es যোগ করে Plural করতে হয়। যেমন:
Singular | Plural |
---|---|
book case | book cases |
suite case | suite case |
briefcase | briefcases |
Major-General | Major-Generals |
poet-laureate | poet-laureates |
book-shelf | book-shelfs |
for-me-not | for-me-nots |
Rule-12: কতগুলো Noun এর শেষে দুটি Plural form হয় যাদের প্রত্যেকটির অর্থ ভিন্ন ভিন্ন।
Singular | Plural |
---|---|
brother(ভাই) | brothers(সহোদর ভাইগন), brethren(প্রতিবেশি ভাইগন) |
beef(গোমাংস) | beefs(বিভিন্ন প্রকার গো-মাংস), beeves(ষাঁড়গুলো) |
cloth(কাপড়) | clothes(খন্ড কাপড়গুলো), cloths(পোষাক) |
die(মুদ্রায় ছাঁচ) | dies(মুদ্রার ছাঁচগুলো), dice(পাশা খেলার গুটি) |
fish(মাছ) | fish(একজাতীয় অনেক মাছ), fishes(ভিন্ন জাতের অনেক মাছ) |
gemius(প্রতিভাবান ব্যক্তি) | geniuses(প্রতিভাবান ব্যক্তিগন),genil(ভূত-প্রেতসূমহ) |
index(সূচীপত্র) | indexes(সূচীপত্রগুলো), indices(বীজগনিতের চিহৃসকল) |
shot(গুলি) | shot(গুলিগুলো), shots(গুলি ছোড়ার সংখ্যা |
sail(পাল) | sail(জাহাজের সংখ্যা), sails(পালগুলো) |
staff(লাঠি) | staffs(কর্মচারী সকল), staves(লাঠিগুলো) |
penny(ইংল্যান্ডের মুদ্রা) | pennies(ঐ মুদ্রার সংখ্যা), pence(পেন্সে মোট মূল্য) |
Rule-13: কতগুলো Noun-এর দুইটি অর্থ কিন্তু Plural-এ আবার মাত্র একটি অর্থ হয়। যেমন:
Singular | Plural |
---|---|
abuse (i) দুর্বব্যবহার (ii) তিরষ্কার | abuses (দুর্ব্যবহার) |
foot (i) পা (ii) পদাতিক সৈন্য | feet (পাগুলি) |
wood (i) কাঠ, (ii) বন | woods (অনেকগুলো বন) |
issue (i) সন্তান, (ii) ফল | issues (ফলসূমহ) |
force (i) সৈন্য, (ii) শক্তি | forces (সৈন্যদল) |
horse (i) ঘোড়া, (ii) অশ্বারোহী সৈন্য | horses (ঘোড়াগুলি) |
people (i) জাতি, (ii) লোকজন | peoples (জাতিসূমহ) |
light (i) প্রদীপ, (ii) আলো | lights (প্রদীপসূমহ) |
practice (i) অভ্যাস, (ii) ব্যবসা | practices (অভ্যাসগুলি) |
powder (i) ঔষধের মাত্রা, (ii) চূর্ণ, গুড়া | powders (ঔষধের মাত্রাগুলে) |
Note-04: abuse(তিরস্কার), force(শক্তি), horse(অশ্বারোহী), issue(সন্তান), people(লোকজন), foot(পদাতিক), light(আলো), powder(চূর্ণ), practice(ব্যবসা), wood(কাঠ)-এগুলো এইসব অর্থে সব সময়ই singular-এ ব্যবহৃত হয়, plural-এ ব্যবহৃত হয় না।
Rule-14: কতগুলো Noun-এর অর্থ singular-এ একটি অর্থ কিন্তু plural-এ দুইটি অর্থ থাকে। এটি Rule-13 এর বিপরীত।
Singular | Plural |
---|---|
arm (বাহু) | arms (i) বাহুগুলো, (ii) অস্ত্রশস্ত্র |
effect (ফলাফল) | effect (i) ফলসূমহ, (ii) অস্থাবর সম্পত্তি |
manner (ধরণ, কায়দা) | manners (i) কায়দাগুলো, (ii) আচরণ |
pain (ব্যথা) | pains (i) ব্যথাগুলো, (ii) কষ্ট, ক্লেশ |
premise (প্রস্তাব) | premises (i) প্রস্তাবগুলো (ii) বাসস্থান |
spectacle (দৃশ্য) | spectacles (i) দৃশ্যগুলো, (ii) চশমাগুলো |
part (অংশ) | parts (i) অংশগুলো, (ii) গুন |
minute (১ ঘন্টার ৬০ ভাগের ১ ভাগ) | minutes (i) মিনিটগুলো, (ii) সভার কার্যবিবরণী |
colour (রং) | colours (i) রংগুলো, (ii) পতাকা |
custom (রীতি) | customs (i) রীতিসূমহ, (ii) শুষ্ক |
circustance (ঘটনা) | circustances (i) ঘটনাগুলো, (ii) অবস্থা |
quarter (চার ভাগের ১ ভাগ) | quarters (i) এক চতুর্থাংশগুলো, (ii) বাসা |
number (সংখ্যা) | numbers (i) সংখ্যাগুলো, (ii) কবিতা |
Note-05: arms(অস্ত্রশস্ত্র), colours(পতাকা), customs(শুল্ক), effects(অস্থাবার সম্পত্তি), manners(ব্যবহার), minutes(সভার কার্যবিবরণী), numbers(কবিতা), pains(কষ্ট), parts(গুণ), circustances(অবস্থা), premises(বাসস্থান), quarters(বাসা), spectacles(চশমা)-এই অর্থে এই word গুলো সবসময় plural রূপে ব্যবহৃত হয়।
Rule-15: কতগুলো Noun আছে যাদের Singular Number-এ এক অর্থ এবং Plural Number-এ আরেক অর্থ হয়। যেমন:
Singular | Plural |
---|---|
advice(উপদেশ) | advices(ব্যবসায়ের সংবাদ) |
air(বাতাশ) | airs(গর্বিতভাব) |
corn(শস্য) | corns(পায়ের কড়া) |
good(মঙ্গল) | goods(মালপত্র) |
iron(লোহা) | irons(লোহার শিকল) |
return(প্রত্যাবর্তন) | returns(বিবরণী) |
sand(বালি) | sands(বালিময় স্থান) |
Note-06: উপদেশ অর্থে advice শুধু singular-এ ব্যবহৃত হয়।
Note-07: air(গর্বিতভাব), goods(মালামাল), irons(শিকল), returns(বিবরণী)- এই সব অর্থে word গুলো সবসময় plural রূপে ব্যবহৃত হয়।
Rule-16: কিছু singular noun-এর plural form-ও একই হয়।
Singular | Plural |
---|---|
Dozen | Dozen |
Deer | Deer |
Sheep | Sheep |
Gross | Gross |
Pair | Pair |
Rule-17: বিভিন্ন রকম singular pronoun-এর plural রূপ বিভিন্ন।
Subjective pronoun forms:
Singular | Plural |
---|---|
I | We |
You | You |
S/he | They |
It | It |
This | These |
Singular | Plural |
That | Those |
Possessive pronoun forms:
Singular | Plural |
---|---|
My | Our |
Your | Your |
Mine | Mine |
His/her | Their |
Its | Their |
Objective pronoun forms:
Singular | Plural |
---|---|
Me | Us |
You | You |
Her/him | Them |
Rule-18: কিছু কিছু noun এর plural অনিয়মিতভাবে হয়ে থাকে। এগুলো আসলে ইংরেজি শব্দ নয়। যেমন:
Singular | Plural |
---|---|
parenthesis | parentheses |
hyposthesis | hypotheses |
Radius | Radii |
Oasis | Oases |
Genus | Genera |
Forum | Forums |
Focus | Focuses |
Crisis | Crises |
Singular | Plural |
syllabus | syllabi, syllabuses |
Medium | Media |
Agendum | Agenda |
Singular | Plural |
Analysis | Analyses |
Axis | Axes |
appendix | appendices |
Basis | Bases |
Curriculum | Curricula |
Formula | Formulas |
thesis | theses |
alumnus | alumni |
Rule-18: aristocracy(কুলীন সম্প্রদায়), artillery(আগ্নেয়াস্ত্র সকল), cattle(গোমহিষাদি), clergy(যাজক সম্প্রদায়), gentry(ভদ্র সম্প্রদায়), nobility(কুলীন সম্প্রদায়), mankind(মানুষজাতি), peasantry(কৃষক সম্প্রদায়), people(জনগন), perfumery(সুগন্ধি), police(পুলিশ), poultry(হাঁস-মুরগি), public(জনসাধারণ), government(সরকার), tenantry(প্রজাকূল), virmin(ইঁদুর), majority(সংখ্যাগরিষ্ট) এগুলো দেখতে singular হলেও plural রূপে ব্যবহৃত হয়।
Rule-19: bread(রুটি), expenditure(খরচপত্র),furniture (আসবাবপত্র), scenery (দৃশ্য), poetry(কাব্য, কবিতা লেখার কৌশল), (machinery)যন্ত্রপাতি- ইত্যাদির কোন Plural রূপ নেই।
Rule-20: word এর অর্থ যখন প্রতিজ্ঞা তখন তার plural হয় না।
যেমন: Be true to your word. (not words)
Rule-21: gollows(ফাঁসিকাষ্ঠ), mathematics(গনিত), news(সংবাদ), physics(পদার্থ), innings(ক্রিকেটের ইনিংস), optics(দৃষ্টি সম্বন্ধীয় আলোক বিজ্ঞান), smallpox- প্রভৃতি plural হলেও প্রকৃতপক্ষে এরা singular.
Rule-22: wages(মজুরি), summons(সমন, তলব)- singular এ ব্যবহৃত হয়। যদিও summons -এর plural হয় summonses.
True singulars: যে সব noun এর শেষে s থাকে এবং ঐ s অক্ষরটি plural এর চিহৃ নয়, তাদেরকে true singular বলে। যেমন: alms(ভিক্ষা), eaves(ঘরের ছাইচ), riches(ধন-সম্পত্তি), summon(সমন বা তলব).
True plurals: Noun এর শেষে s থাকে এবং ঐ s অক্ষরটি সত্যিকারের plural এর চিহৃ হলে তাকে True plurals বলে। যেমন: amends(ক্ষতিপূরুন), gallows(ফাঁসিকাষ্ঠ), innings, means(উপায়), odds(বাধাবিপত্তি), annals(ইতিবৃত্ত), remains(অবশেষ) ইত্যাদি। এগুলোর মধ্যে amends(ক্ষতিপূরুন), means(উপায়), innings, উভয় Number এ ব্যবহৃত হয়।
Rule-23: অক্ষর, সংখ্যা, শব্দ-সংক্ষেপের plural রূপ apostrophe (‘) এবং s (‘) অথবা শুধু s দিয়ে গঠণ করতে হয়। যেমন:
Singular | Plural |
---|---|
t | t’s |
i | i’s |
MBA | MBA’s |
M. A | M. A.’s, M. As |
B. A | B. A.’s, B. As |
7 | 7’s |
P (সংক্ষেপে page) | PP (সংক্ষেপ pages) |
| (সংক্ষেপে line) | || (সংক্ষেপ lines) |
Rule-24: নিচের Noun গুলোর কোন singular রূপ নেই।
aborgines(আদিম অধিবাসি), alms(ভিক্ষা), annals(ইতিবৃত্ত), assets(সম্পত্তি), auspices(অনুকূল), bellows(হাপর), dregs(তলানী), odds(বাধাবিপত্তি), politics(রাজনীতি), proceeds(আয়), scissors(কাঁচি), shears(কাস্তে), spectacles(চশমা), tidings(সংবাদ), vitals(জীবনীশক্তি), wages(মজুরি) ইত্যাদি।
Rule-25: নিচের Noun গুলোর Singulars এবং Plural রূপ একই থাকে।
Apparatus(যন্ত্রপাতি), cannon(কামান), corps(কোর-সৈন্যদল), deer(হরিণ), gross(১২ ডজন), means(উপায়), pice(পয়সা), salmon(এক জাতীয় মাছ), series(শ্রেণি), sheep(ভেড়া), species(জাতি), swine(শূকরছানা) ইত্যাদি।
Rule-26: Brace, dozen, fathom, gross, head, pair, yoke, score, hundred, thousand ইত্যাদি Noun এর আগে যদি নির্দিষ্ট সংখ্যাবাচক বিশেষণ থাকে তাহলে এদের Plural হয় না।
যেমন: seven hundred (not hundreds), three pair(not pairs), two score, five hundred.
কিন্তু উক্ত word গুলির আগে যদি নির্দিষ্ট সংখ্যাবচক বিশেষণ (নির্দিষ্ট নয়) থাকে তাহলে তাদের plural রূপ ব্যবহৃত হয়। যেমন:
Hundreds of men went there,
He lost several thousands taka.
She bought some pairs of shoes. লক্ষ্য করি, some, several- এসব কোন নির্দিষ্ট সংখ্যা বুঝায় না।
Rule-27: কোন Noun যদি Compound word হয় এবং তাদের আগে যদি নির্দিষ্ট সংখ্যাবাচক বিশেষণ ব্যবহৃত হয় তবু ঐসব Noun এর Plural হয় না। যেমন:
He gave me a two-taka note. (not two-takas)
I met a ninety-year old woman. (not ninety-years)
Rule-28: নির্দিষ্ট দৈর্ঘ্য বা পরিমানকে একত্রে বুঝালে singular verb ব্যবহৃত হয়। যেমন:
One hundred taka is(not are) a good man.
Three square metres is(not are) good piece.
Fifty miles is(not are) a long distance.
Rule-29: নিচের Noun গুলোর ব্যবহার লক্ষ্য কর:
Incorrect | Correct |
---|---|
man of part | man of parts |
go to ruins | go to ruin |
out of elbow | out of elbows |
out of door | out of doors |
out of sort | out of sorts |
informations | information |
man of letter | man of letters |
take one’s meal | take one’s meals |
full mark | full marks |
continue one’s study | continue one’s studies |
for higher studies | for higher study |
beyond repairs | beyond repair |
expert in needleworks | expert in needlework |
laugh in one’s sleeves | laugh in one’s sleeve |
Rule-30: one-fourth(1/4), one-third(1/3) ইত্যাদি একাংশ ব্যতীত (ভগ্নাংশ যার লব ১) অন্য সকল ভগ্নাংশের ক্ষেত্রে plural হয়। যেমন:
Three-sevenths (3/7), two-thirds
Rule-31: Adjective এর আগে the বসালে তা plural common noun-এ পরিনত হয়। যেমন:
The poor are not always dishonest.
The rich are not always happy.
Rule-32: সাধারণত: material noun-এর plural হয় না।
উদাহরণ: gold, silver, copper, salt, water, sugar, etc.
Rule-33: Abstract noun-এর plural হয় না।
উদাহরণ: honesty, charity, hope, kindness, love, etc.