Translation
Translation | Explantion |
পরিশ্রম সকল সুখের মূল=Industry is the root of all happiness. | Present Indefinite Tense |
সে এবার পরীক্ষায় পাস করেছে=He has passed the examination this year. | Present Perfect Tense |
বাংলাদেশ আমাদের জন্মভূমি=Bangladesh is our birthland. | Present Indefinite Tense |
সুদিন আবার আসবে=Better days will come again. | Future Indefinite Tense |
বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ=Bangladesh is a developing country. | Present Indefinite Tense |
এখন বাড়ী যাবার কথা=Now is the time to go home. | to go=যেতে=যাবার=Non-finite verb. Home এর আগে to বসবে না কারণ এটি adverb. |
সে আমাকে এ কথা বলল=He told me this. | Past Indefinite Tense |
রবীন্দ্রনাথ ১৯১৩ সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন=Rabindranath won the Nobel prize in 1913. | Past Indefinite Tense |
বাবা গতকাল বাড়ী এসেছেন=Father came home yesterday. | Past Indefinite Tense |
সে আমাকে বেজায় ভালবাসে=He loves me very much. | much=adjective; তাকে modify করেছে adverb ‘very’. |
কেউ আমার বইটি চুরি করেছে=Someone has stolen my book. | Present Perfect Tense |
গরিবেরা দিন আনে দিন খায়=The poor live from hand to mouth. | poor=adjective. কিন্তু the ব্যবহৃত হওয়ায় এটি common noun-এ পরিনত হয়েছে এবং Plural হিসেবে কাজ করছে। |
ভিক্ষুকটি দ্বারে দ্বারে ভিক্ষা করছে=The beggar is begging from door to door. | Present Continuous Tense |
সাহসীগন সুন্দরের যোগ্য=The brave deserve the fair. | brave and fair=adjective. কিন্তু the ব্যবহৃক হওয়ায় এটি common noun-এ পরিনত হয়েছে এবং Plural হিসেবে কাজ করছে। |